খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বন্যপ্রাণী তক্ষকসহ মো. রবিউল ইসলাম রুবেল (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন। শুক্রবার (২৪ জুন) দুপুর ১টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকায় ৭টি তক্ষকসহ তাকে আটক করা হয়।
মো. রবিউল ইসলাম রুবেল মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর এলাকার আইলাক মীরের ছেলে।
বিজ্ঞাপন
মাটিরাঙ্গা সেনা জোন জানায়, রুবেল একজন তক্ষক ব্যবসায়ী। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চমূল্যে তক্ষক বিক্রি করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সাতটি তক্ষকসহ আটক করা হয়েছে।
আসামিকে তক্ষকসহ মাটিরাঙ্গা ফরেস্ট অফিসে হতান্তর করা হয়েছে বলে জানায়।
রেঞ্জ অফিসার আলমগীর হোসেন বলেন, সাতটি তক্ষকসহ আসামি রুবেলকে মাটিরাঙ্গা সেনা জোন আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এইচই

