শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেনা ও বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

সেনা ও বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে এক কোটি ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। 

বুধবার (০৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার বুধন্তি এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যশোরে স্বর্ণের বারসহ আটক ১

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে - মোবাইলফোন, বিভিন্ন প্রকার ওষুধ, খাদ্যসামগ্রী, কাপড়, কেমিক্যাল ও মসলা। 

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধন্তি এলাকায় বিজিবি এবং সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১১টি মোবাইল ফোন, তিন লাখ ৩৭ হাজার ২০০ পিস ওষুধ, সাত হাজার ২০০ পিস ইডিটিএ টিউব, এক হাজার ৫০০ কেজি জিরা, ৪১ পিস শেরওয়ানি, ১০ হাজার ৮০০ পিস বিস্কুট, ৫৫০ কেজি ফুচকা, ৩১১ পিস প্রসাধনী সামগ্রী, ৩৬ পিস শার্ট, আট পিস কম্বল এবং ৫৭ লিটার কেমিক্যাল জব্দ করা হয়।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে তীব্র গোলাগুলি 


বিজ্ঞাপন


তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা। এসব পণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর