রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ৫০০ কর্মী শহীদ হয়েছে: মেজর হাফিজ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ৫০০ কর্মী শহীদ হয়েছে: মেজর হাফিজ

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ৫০০ কর্মী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহীতে এক কর্মসূচিতে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নগরীতে বিএনপি বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন।

এ সময় তিনি বলেন, প্রকৃত অর্থে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলেছিলাম। এই আন্দোলনে বিএনপির ৫০০ কর্মী শহীদ হয়েছে। এই আন্দোলনকে অর্থবহ করে তুলতে হবে। যখন অন্তবর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে। এক ধরনের উপদেষ্টা তারা বলার চেষ্টা করছে যে, তারা ৫ বছরের জন্য এখানে এসেছে। কেউ কেউ বলার চেষ্টা করেছে ইউনুস সাহেবের সরকার যতদিন দরকার চলুক। আর নির্বাচিত সরকারের কোনো প্রয়োজন নাই। তাদের কারও কারও মতে রাজনৈতিক দলসমূহ এই দেশকে ধ্বংস করেছে সুতরাং তাদের আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ।

প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানিয়ে মেজর (অব:) হাফিজ উদ্দিন বলেন, কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুস সাহেব বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবেন। তিনি তার কথা রেখেছেন।

তিনি আরও বলেন, আমরা বিএনপি জনগণের ভোটে ৪ বার ক্ষমতায় গিয়েছি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উদগ্রিব ছিলাম না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে তাহলে এই দেশের উন্নয়ন হবে না। ১৯৭১ সালে আমরা মেজর জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা সারা দেশে মুক্তি যুদ্ধের সূচনা করেছিলাম। ৭১ এর যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। এই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সরকার।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর