বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারণ করবেন ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। বিগত সময়ে যারা নিপীড়িত হয়েছেন, চাকরি-ব্যবসা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার (৬ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও উত্তর জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. জাহিদ বলেন, দেশের লাখ লাখ যুবক কাজ পাচ্ছে না। কারণ অতীতে চাকরি আর ব্যবসার সুযোগ শুধু দলীয় লোকদের জন্য ছিল। যারা আওয়ামী লীগ করে না, তাদের পেশাগত জীবনে ঠাঁই হয়নি। এই অন্যায়-নিপীড়নের শিকার মানুষগুলোর পাশে এখন বিএনপিকে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বিগত সময়ে যারা নিপীড়িত হয়েছেন, চাকরি-ব্যবসা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব। শুধু তাই নয়, দেশের অর্থনীতি যারা লুণ্ঠন করেছে, অর্থ পাচার করেছে—তাদের বিচার করে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।
কুমিল্লা গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক। এখানে কোনো বিশৃঙ্খলা নয়—শৃঙ্খলার মধ্য দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রসিদ ইয়াছিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
বিজ্ঞাপন
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এছাড়া বক্তব্য দেন— ডা. মারুফ হোসেন, মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির ও উত্তর জেলা সদস্যসচিব এ এস এম তারেক মুন্সী।
প্রতিনিধি/ এজে

