বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

বাংলাবাজার-শিমুলিয়া রুটে বন্ধ রাখা হয়েছে নৌ চলাচল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০২:২১ পিএম

শেয়ার করুন:

বাংলাবাজার-শিমুলিয়া রুটে বন্ধ রাখা হয়েছে নৌ চলাচল

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই মাদারীপুরের শিবচর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোটসহ সকল যাত্রীবাহী নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকাল থেকে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয় বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএর) বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, শনিবার প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই সকল নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদেরকে বিকল্প নৌরুট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।’

বাংলাবাজার ঘাট ঘুরে দেখে গেছে, ঢাকাগামী অনেকেই ঘাটে এসে ভীড় করেছে পদ্মা পার হওয়ার জন্য। তবে নৌযান বন্ধ থাকায় তারা ফিরে যাচ্ছেন। বাংলাবাজার ঘাটে গণপরিবহন প্রবেশও বন্ধ করা হয়েছে বলে দেখা গেছে।

আজাদ মুন্সি নামে একজন বলেন, ‘ঘাটে আসার পরে জানতে পারলাম এই রুটে সব ধরনের নৌযান বন্ধ করে দিয়েছে, তাই বাসায় ফিরে যাচ্ছি। আগামী ২৬ তারিখে সেতুর উপর দিয়েই ঢাকা যাবো।’

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর