জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিজয় মিছিল করে বিশাল শোডাউন দিয়েছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকেরা। অবিলম্বে জুলাই গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি বিএনপিতে যারা ঘাপটি মেরে আশ্রয়-প্রশ্রয়ে আছেন তাদেরও বিচার দাবি করেছেন তারা।
ঈশ্বরদী উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে বিজয় মিছিল শুরু হয়।
বিজ্ঞাপন
মিছিলটি থানার সামনে দিয়ে পোস্ট অফিস মোড় হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজার ঘুরে রেল জাংশনের সিএনজি স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় মিছিলে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাকারিয়া পিন্টুর নামে বিভিন্ন স্লোগান দেন। তবে বিদেশে থাকায় মিছিলে জাকারিয়া পিন্টু অংশগ্রহণ করেনি।
বক্তারা বলেন, ‘জাকারিয়া পিন্টু এবং তার নেতাকর্মীরা ছাড়া আন্দোলন-সংগ্রামে আর কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। পিন্টু ও তার সমর্থকরাই ঈশ্বরদীতে সবচেয়ে ত্যাগী ও নির্যাতিত। এ কারণে আশা করছি যে তারেক রহমান তাদের মূল্যায়ন করবেন।’
পথসভায় বক্তব্য রাখেন - ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

