ঢাকার কেরানীগঞ্জে আশরাফুল (২৮) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের নাজিরাবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত আশরাফুল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মধ্যউড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি কেরানীগঞ্জের আগানগর আপিস মাঠ এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভাঢ্যা ইউনিয়নের নাজিরাবাগ এলাকার রাস্তার ঢালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘আশরাফুল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

