রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে নৈশ্য প্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে নৈশ্য প্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে একটি খড়ির ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার টুনিরহাট বাজারে একটি খড়ির ঘর থেকে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম ডুবু (৭০)। তিনি ঝাঁকুয়া পাড়া এলাকার কালুয়ার ছেলে।  তিনি টুনিরহাট বাজারে একটি খড়ির দোকানে নৈশ্য প্রহরী  হিসেবে কাজ করতেন।  

স্থানীয় ৪নং কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, তিনি বাজারে খড়ির দোকানে নৈশ্য প্রহরীর অনেকদিন ধরে কাজ করেন। তাকে হত্যার ঘটনাটি খুব দুঃখজনক। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশকে সার্বিক সহযোগিতা করা হবে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান বলেন, খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডি টিম সহ নিহতের প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনার মটিভ উদ্ধারে পুলিশের একাধিক টীম কাজ করছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর