রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৈঠকের গুঞ্জন: কক্সবাজারে এনসিপি নেতাদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

BNP
কক্সবাজারে এনসিপি নেতাদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা বৈঠক করছেন- এমন তথ্যের গুঞ্জনে কক্সবাজারের একটি হোটেলের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে ইনানীর হোটেল ইনানীর ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ হোটেলের সামনে শতাধিক নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।


বিজ্ঞাপন


বিক্ষোভে জেলা যুবদলের সদস্য রফিকুল হুদা চৌধুরী বলেন, ‘এখানে কেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে? আমরা দেশকে কোনো বিদেশি প্রভুর কাছে বিক্রি হতে দেব না। আমরা সন্দিহান। এখানে তাদের বৈঠক আমাদের বিক্ষুব্ধ করেছে।’

রফিকুল আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি শুধু। এখান থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের ভাগ্য এদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে।’

উখিয়া উপজেলা বিএনপির সদস্য সেলিম সিরাজী বলেন, ‘এখানে নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে বলে আমরা মনে করি। বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এসব হতে দেব না।’

কক্সবাজার এয়ারপোর্টে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান, ‘বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর তারা গাড়িতে করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।’


বিজ্ঞাপন


6

তাদের মধ্যে রয়েছেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ইনানীর পাঁচ তারকা মানের ওই হোটেলে এনসিপি নেতাদের নিয়ে যায় একটি নোয়া মাইক্রোবাস। 

গাড়িটির চালক নুরুল আমিন জানান, বিমানবন্দরের গেইট থেকে বের হয়ে এনসিপি নেতারা তার গাড়ি ভাড়া করেন। ইনানীর সী পার্ল হোটেলে নামিয়ে দিয়ে তিনি আবার চলে আসেন।

নুরুল আমিন বলেন, আমি হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম আর নাসীরুদ্দীন পাটওয়ারীকে চিনতে পেরেছি। তাদের সঙ্গে দুজন নারী ছিলেন, একজনকে চিনি, টিভিতে দেখেছি। প্রথমে মাস্ক পরা ছিল, তাই বুঝি নাই, পরে নামিয়ে দেওয়ার সময় চিনতে পারছিলাম।’

গণমাধ্যমে বলা হয়, কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির নেতারা। 

এ বিষয়ে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ বলেন, ‘সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারও সঙ্গে মিটিং করিনি। পিটার হাসের সঙ্গে আমাদের দেখাই হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর