হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫।
মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী আয়োজনে ছিল জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভ উদ্বোধন, শ্রদ্ধাঞ্জলি ও র্যালি।
বিজ্ঞাপন
কর্মসূচির শুরুতে ভোর ৫টা ৩৪ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
পরে সকাল ৯টা ৫ মিনিটে একগুচ্ছ গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এর মধ্যে ছিল— জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের পূর্ব পাশে স্থাপিত ‘জুলাই চত্বর, জিমনেশিয়াম থেকে টিএসসির উত্তরে ডি-চত্বর পর্যন্ত ‘জুলাই ৩৬ সড়ক, কৃষি অনুষদের দক্ষিণ পাশে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
পরে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়, যা জুলাই স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

