সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় বালুবাহী বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় বালুবাহী বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ 

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়। 


বিজ্ঞাপন


নিখোঁজ দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। 

মঙ্গলবার (৫ আগস্ট) এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকেল ২টা) ওই দুই শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আ.লীগ আমছালা সব হারিয়ে এখন ভারতে: মাসুদ সাঈদী‌


বিজ্ঞাপন


মোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ হন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। তবে ভারি বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর