রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক ছাত্রদল নেতা জুনাইদ বোগদাদীর বড় ভাই রিপন মিয়া গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৭ এএম

শেয়ার করুন:

COW
ভারতীয় গরুর মাংস জব্দ। ছবি: সংগৃহীত

লন্ডন প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা মোঃ জুনাইদ বোগদাদীর বড় ভাই মো. রিপন মিয়া সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
গত ৩ আগস্ট সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বিষ্ণাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় রিপন মিয়া বাড়ির কাছে পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময়ে মোটরসাইকেল যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিটি তার পায়ে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।


বিজ্ঞাপন


চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জুনাইদ বোগদাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একটি পোস্টে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। 

রিপন মিয়ার পিতা মৃত মোঃ তারু মিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, হামলার ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পরিবারের পক্ষ থেকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। 

এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর এ নিউজ লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ বা মন্তব্য আসেনি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা মনে করছেন, প্রশাসনের নীরবতা হামলাকারীদের আরও সাহসী করে তুলছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর