নোয়াখালীর হাতিয়ায় নাশকতার চেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আহসানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের ওছখালী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার আহসান উদ্দিন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ বেজুগালিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং উক্ত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে অভিযান পরিচালনা করে হাতিয়া থানা পুলিশ। ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে মিটিং করছিলেন আহসান। এ অবস্থায় তাকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক আহসানের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে নাশকতার মামলায় আগামীকাল কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ

