রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাকিল মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (৩ আগস্ট) গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প থেকে এ বিষয়টি জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পলাশবাড়ী উপজেলার ভবানিপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল ভবানিপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

অভিযানিক দলটি জানায় যে শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে অভিযুক্ত শাকিল মিয়া একই গ্রামের ছয় বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। পরবর্তীতে দিবাগত রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সেনা ক্যাম্প কমান্ডার বলেন, অভিযুক্ত শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর