রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে, বন্যা আতঙ্ক

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে, বন্যা আতঙ্ক

টানা কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে নদীপারে।

রোববার (৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যারাজে নিয়োজিত পানি পরিমাপক নূরুল ইসলাম।


বিজ্ঞাপন


তার দেওয়া তথ্যমতে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। সেখানে রোববার সকাল ৬টায় পানিপ্রবাহ ছিল ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার। অর্থাৎ দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বিকেল ৩টায় পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার। অর্থাৎ বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

আরও পড়ুন

তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার আশঙ্কা

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে, তিস্তা নদী সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নদীপারের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মিটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানে তিস্তা ব্যারাজে নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হলে ভাটি এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। ব্যারাজের জলকপাট খুলে দেওয়ায় নদীপারের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এমন অবস্থা অব্যাহত থাকলে রাতের মধ্যে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর