রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ১৬ মামলার আসামি ফেনীতে র‍্যাবের হাতে গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ১৬ মামলার আসামি ফেনীতে র‍্যাবের হাতে গ্রেফতার

কুমিল্লায় অস্ত্র, চুরি, ডাকাতিসহ ১৬টি মামলার আসামি আল আমীন (২৩) ফেনীতে গ্রেফতার হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে তাকে ফেনী শহরের মিজান রোড় থেকে গ্রেফতার করে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


আল আমিন কুমিল্লার নাঙলকোট উপজেলার দক্ষিণ পাটোয়ারী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

আরও পড়ুন

রংপুরে হামলার ঘটনায় সাংবাদিক গ্রেফতার

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাহাদ হোসেন ওরফে আল আমিনকে গ্রেফতার করতে শনিবার দিবাগত রাতে ফেনী শহরের মিজার রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ফেনীস্থ র‍্যাব-৭ এর অধিনায়ক মো. মিজানুর রহমান বলেন, আল আমিনকে গ্রেফতারের পর সিডিএস যাচাই করে তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি এবং মাদকসহ মোট ১৬ মামলার তথ্য পাওয়া গেছে। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর