রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরে শিক্ষক ফোরাম উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, ফরিদপুর 
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে শিক্ষক ফোরাম উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরে  জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষাব্যবস্থা জাতীয় কারণ, শিক্ষকদের নিঃশর্ত বদলি অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করুন ও ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি কওমি সনদ ধারীদের সরকারি চাকরি এবং শিক্ষা ব্যবস্থা কমিশন গঠন এর দাবিতে দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে শনিবার (২ আগস্ট) শহরতলীর হাড়ো কান্দি  মাদরাসা প্রাঙ্গনে মানববন্ধন এবং রোববার (৩)  সকালে জেলা প্রশাসকের কাছে  স্মারকলিপি প্রদান করা হয় ।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ  দাবি সমূহ হচ্ছে এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠান

১। জাতীয়করণ ও নিঃশর্ত বদলি।

২। এসপিআর এবং অবসর কল্যাণ ভাতা প্রদানের সুএতার অবসান।

৩। শিক্ষা সংস্কার কমিশন গঠন।


বিজ্ঞাপন


৪। কওমি সনদে সরকারি চাকরিতে ও সুযোগ প্রদান।

৫। প্রাথমিক ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ ও ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি।

আরও পড়ুন: পদ্মাসেতুর জাজিরা প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

এদিকে রবিবার প্রধান উপদেষ্টা বরাবর  ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি টি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মওলানা মোহাম্মদ আবু জাফর  সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম, ফরিদপুর মুফতি জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক জাতীয় শিক্ষক ফোরাম, খন্দকার অহিদুজ্জামান আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক জাতীয় শিক্ষক ফোরাম।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর