বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

ইট ও টিনের বাক্সের চুলাই তাদের ভরসা 

ডি এইচ মান্না
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

ইট ও টিনের বাক্সের চুলাই তাদের ভরসা 
ছবি : ঢাকা মেইল

সিলেটে এখন স্মরণকালের ভয়াবহ বন্যা চলছে। এই বন্যার এতো ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেনি মানুষ। পানিবন্দী করেছে লাখ লাখ মানুষকে। আর ঘরবাড়ি ছাড়া করে আশ্রয়কেন্দ্রে তুলেছে আরও কয়েক লাখ মানুষকে। 

কয়েকটি আশ্রয়কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, সীমাহীন দুর্ভোগে পড়েছে জনজীবন। টিন ও ইটের চুলায় রান্না করে খাওয়া খাচ্ছেন অনেক পরিবার। এই টিন ও ইটের চুলাই ভরসা তাদের। এসব টিন সাধারণত তেল বা বিস্কুটের বাক্স হিসেবে ব্যবহৃত হয়। এই বাক্স দিয়ে একধরনের বিশেষ চুলা তৈরি করি বর্তমানে রান্না করছেন। এতে লাকড়ি হিসেবে বিভিন্ন কাঠের টুকরো ব্যবহার করা হচ্ছে। 


বিজ্ঞাপন


বিয়ানীবাজারের চারখাই নাটেশ্বর গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত একজন নারীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখানে দুইদিন থেকে বসবাস করছেন। পানিতে ডুবে গেছে সকল আসবাবপত্র। কোনোভাবে জীবন নিয়ে এসেছেন এই আশ্রয়কেন্দ্রে। 

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর