রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই ধর্ম নিয়ে ব্যবসা করবেন না’

জেলা প্রতিনিধি,  পিরোজপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ১০:৪১ এএম

শেয়ার করুন:

‘প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই ধর্ম নিয়ে ব্যবসা করবেন না’

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই ধর্ম নিয়ে ব্যবসা করবেন না। ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। মন্দিরে গিয়ে তাদের শ্লোক মুখস্থ করে তাদের আস্থা অর্জন করতে চান, আবার তাদের জায়গা দখল করেন এটি হওয়ার কথা নয়। কোনো মুসলমান মন্দির গিয়ে গীতা পাঠ করা তার ধর্মের ভিতরে যায় না। আমার দল প্রতিটি পূজা মণ্ডপে গিয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য অতি উৎসাহিত হওয়ার জন্য না। সে কারণে বলতে চাই আমরা মুসলমান-হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলে একদল, মুক্তিযুদ্ধের দল, এদেশের সংখ্যাগুরু মানুষের দল তা হল জাতীয়তাবাদী দল।

শনিবার (২ আগস্ট) বিকেলে গাওখালী স্কুল এন্ড কলেজ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া, দীর্ঘা ও কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


আলমগীর হোসেন উপস্থিত সনাতন ধর্মলম্বীদের উদ্দেশে বলেন, সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে দাঁড়িয়েছে কিনা অবশ্যই দাড়িয়েছে। আমাদের কাছে হিন্দু-মুসলমান নয়, আমাদের কাছে সবাই মানুষ, মানুষের নিরাপত্তা, মানুষের কথা বলার অধিকার আমরা ফিরিয়ে দিব। ৩১ দফার মধ্যে রয়েছে এদেশের মানুষের, কৃষক কার্ড দিয়ে, ফ্যামিলি কার্ড দিয়ে, স্বাস্থ্য কার্ড দিয়ে সকল মানুষকে এক সাথে নিয়ে আসা। বন্ধুগণ সেই ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান ৭১ সালের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সংখ্যালঘু সংখ্যাগুরু নয় সকল মানুষকে একসঙ্গে নিয়ে বসবাস করবে।

তিনি বলেন, একদল লোক ফজরের পর আপনার বাড়ি গিয়ে ইসলামের নামে আপনাকে বিরক্ত করতে চায়। তারা ইসলাম মানে না, ব্যক্তিগত জীবনেও ইসলাম মানে না। এদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহমান সংশোধন করেছে জিয়াউর রহমান। আল কুশ কমিটি ভাইস চেয়ারম্যানের হিসেবে ইরাক ইরান যুদ্ধ বন্ধ করেছে জিয়াউর রহমান। সার্ক গঠন করেছে জিয়াউর রহমান। আমরা যারা বাংলাদেশি সকল দেশের মধ্যে ঐক্যবদ্ধ। মুসলমানরা কথা বলেন, যখন সবাই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কেউ আত্মসমর্পণ করেছে, সেই সময়ে স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান। এদেশের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত, এক কোটি শরণার্থীদের সেই আক্ষেপ বিলুপ্ত হতে দেব না। কোনো স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ৩১ দফা পড়বেন বাড়িতে গিয়ে আপনারা আপনাদের সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাখ্যা করতে বলবেন তারেক রহমান কি বলতে চায়।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র ওই রাজনৈতিক দলগুলো করেছে। তা প্রতিহত করতে আবারো আপনাকে-আমাকে রাস্তায় নামতে হতে পারে। আসুন ঐক্যবদ্ধ হই, সাম্য মানবিক জন্য স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য, আসুন ঐক্যবদ্ধ হই এদেশ নিয়ে যে স্বপ্ন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছে, আসুন ঐক্যবদ্ধ হই যে রাষ্ট্রের গঠনের স্বপ্ন খালেদা জিয়া দেখেছে। আসুন ঐক্যবদ্ধ হই এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা শেখ হাসিনাকে পাঠিয়ে এদেশে জনগণের সরকার কায়েম করতে চেয়েছে। এই সময়ে আমাদের ৭০০ নেতাকর্মী শহীদ হয়েছে অনেকে আহত হয়েছে। আর অনেকে বলে তারা নাকি নিয়ন্ত্রণ করবে আমাদের। হুজুর পাক সা. মক্কা বিজয়ের আগের সাহাবী আর পরের সাহাবিদের একই মর্যাদা দেন নাই আমরা তো সেটা অনুসরণ করব। অতএব আপনারা যারা দুর্দিনে ছিলেন রক্ত দিয়েছেন, আবার মিছিল করেছেন, লড়াই করেছেন, আবার দেশের গণতন্ত্রের কথা বলেছেন তারাই নেতৃত্বে থাকবেন। আর নেতৃত্ব তারেক রহমান আমাদের কে দিয়েছেন আসুন ঐক্যবদ্ধ হই ।

দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেন গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান, কালা বিশ্বাস ও মাহবুবুর রহমান শানু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুল রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, তাওহীদুল ইসলাম প্রমুখ।


বিজ্ঞাপন


এসয় উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর