রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপ্লবীদের ভুলে গেলে অভিশাপ ঘিরে ধরবে: শহীদ শ্রাবণের মা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

বিপ্লবীদের ভুলে গেলে অভিশাপ ঘিরে ধরবে: শহীদ শ্রাবনের মা

আমার ছেলে কোনো দলের জন্য নয়, দেশের জন্য আন্দোলনে গিয়েছিল। সে কারও কোনো ক্ষতি করেনি, বই পড়ত, মেধাবী ছিল। ৪ আগস্ট তার শরীরে হাত দিয়ে শুধু রক্ত আর রক্ত দেখেছি। এভাবেই স্মৃতিচারণ করেছেন ‘জুলাই আন্দোলন’-এ শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার।

ফাতেমা আক্তার বলেন, জুলাইকে সম্মান করতে না জানলে আপনারা লাঞ্ছিত হবেন। বিপ্লবীদের ভুলে গেলে চলবে না। ভুললে সেই বিপ্লবীদের অভিশাপ তাদের মায়েদের অভিশাপ আপনাদের ঘিরে ধরবে।


বিজ্ঞাপন


thumbnail_20250802_123055

শনিবার (২ আগস্ট) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এক ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ। সেখানে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

আরও পড়ুন

রায়েরবাজার গণকবরের মরদেহগুলো তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপস্থিত ছিলেন- বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী নারীরা, আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের মায়েরা।


বিজ্ঞাপন


সমাবেশে শহীদ শ্রাবণের মা ফাতেমা আক্তার বলেন, আমার ছেলে আন্দোলনে যাওয়ার আগে আমার কাছ থেকে একটা হিজাব চেয়ে নেয়। সালাম করে বলে, ‘আমরা না গেলে কে যাবে? দেশটা আমাদের।’ আমরা মানা করেছিলাম, সে শোনেনি। আজ অনেকে পাশে দাঁড়াতে চায়। যেখানে আমাদের সন্তানদের রক্তের ওপর নতুন বাংলাদেশ দাঁড়িয়ে। আমাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমরাই বাংলাদেশের মালিক।

তিনি আরও বলেন, মসজিদের ইমামকে সেদিন বাধ্য করা হয়েছিল যেন না বলেন শহীদ শ্রাবনের কয়টা গুলি লেগেছে। আমার ছেলে প্রথমে মহিপালের ইত্যাদি হোটেলের সামনে দু’টি গুলি খায়, পরে পাসপোর্ট অফিসের সামনে আরও চারটি গুলিতে লুটিয়ে পড়ে। আমরা বিচার চাই, অথচ আমাদের বারবার রাস্তায় নামতে হয়, সনদের জন্যও মাঠে নামতে হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর