বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

মিষ্টির পাত্রে পড়ে ছিল মশা-মাছি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

মিষ্টির পাত্রে পড়ে ছিল মশা-মাছি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : ঢাকা মেইল

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির অপরাধে দুই মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে কুশাডাঙ্গা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন। 

সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কুশাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী কুশাডাঙ্গা এলাকায় আব্দুল মান্নান মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার এবং শরিফুল মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিকসহ পুলিশ সদস্যরা।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর