রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেট-তামাবিল সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৮

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

সিলেট-তামাবিল সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৮

সিলেট-তামাবিল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত ৭ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর