রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়: জামায়াত নেতা আতাউর

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়: জামায়াত নেতা আতাউর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেছেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চাচ্ছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে সম্পৃক্ত নেতৃত্বকে প্রত্যাখ্যান করে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু নেতৃত্বকে সংসদে পাঠাতে প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেছেন, অবিলম্বে খানাখন্দে ভরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া-কসবা সড়কটি মেরামতের কাজ শেষ করতে হবে। কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়। যার ফলে জনগণের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এর জন্য অতীত রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতিই দায়ী।


বিজ্ঞাপন


baac0e5c-e18f-49fd-af41-171eef5b131e

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক ৫টি সমাবেশ ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুটি ইউনিয়ন পরিষদ ৪ নম্বর জামায়াতের উদ্যোগে মোখলেছুর রহমানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমির শিবলী নোমানী।

f6ecb28d-d3e2-4638-980c-d14adb1c9edb


বিজ্ঞাপন


সমাবেশে আরও বক্তব্য দেন- জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কবির আহমেদ, কসবা পশ্চিম সাংগঠনিক থানা সভাপতি তুহিন রেজা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসানুজ্জামান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা গোলাম মাওলা প্রমুখ।

আরও পড়ুন

আসন খসড়া বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

উল্লেখ্য, আতাউর রহমান সরকার আজ সকাল ৮টায় কসবা উপজেলা জামায়াতের মহিলা জনশক্তি সমাবেশ, সকাল ১০টায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা, কায়েমপুরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হকের জানাজায় অংশগ্রহণ, বিকেল ৩টায় পৌর জামায়াতের মহিলা জনশক্তি সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মহিলা সমাবেশে প্রধান বক্তা ছিলেন আতাউর রহমান সরকারের সহধর্মিণী, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ফারহানা সুমাইয়া মিতু।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর