রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোনামসজিদ স্থলবন্দরে ৩ কি.মি. রাস্তা দ্রুত নির্মাণ করা হবে: শাখাওয়াত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

সোনামসজিদ স্থলবন্দরে ৩ কি.মি. রাস্তা দ্রুত নির্মাণ করা হবে: শাখাওয়াত

সোনামসজিদ স্থলবন্দরে মালামাল আনা নেওয়ায় রাস্তার অভাব থাকায় ৩ কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বাংলাবান্ধা দিয়ে একজন ফেরত, ৯ জনকে পুশ-ইন বিএসএফের

এর আগে তিনি পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে সোনামসজিদ স্থলবন্দরে অংশীজনদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান, সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ অন্যরা।

thumbnail_IMG_20250801_164512


বিজ্ঞাপন


এসময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ড আরও সম্প্রসারিতসহ শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে বলে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর