রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পৌরশহরের চিলাবিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। 


বিজ্ঞাপন


উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার পাশে চিলাবিলে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল দিয়ে বেশ কিছু দিন ধরে মাছ ধরছে, এ ধরনের খবর পেয়ে আজ বিকেলে অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর