ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
বিজ্ঞাপন
বিদায় অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে নিয়মিত চাকুরি করেছেন। সম্প্রতি তারা অবসর গ্রহণ করেছেন। তাদের অবসরকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাদের বিদায় জানায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষক আজিবর রহমান বলেন, ‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকুরি করেছি। চলার পথে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, সবার কাছে ক্ষমা চাই। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানাই।’ তিনি আরও বলেন, ‘চাকুরি জীবনের শেষে এমন সুন্দর বিদায় পাবেন তা ভাবতেই পারিনি। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘চাকুরির অবসর সবাইকে নিতে হয়। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি। যদিও এটি কষ্টের, তবে সবাইকে মেনে নিতে হবে। এই বিদায়ের দিনটিকে স্মরণীয় করতে তাদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মান জানানো হয়েছে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

