বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, ‘রাষ্ট্র মেরামতের জন্য যে ১১টি কমিশন গঠন করা হয়েছে, তার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় ন্যায়বিচার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। বাংলাদেশে বিচারহীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক। ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার এখনই উপযুক্ত সময়।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সরোয়ার আরও বলেন, ‘শেখ হাসিনা শুধু ‘আয়না ঘর’ই বানাননি, তিনি বিচার ব্যবস্থাকে ধ্বংস করার যে চক্রান্ত করছেন, তা এখন সবার সামনে পরিষ্কার। আমরা দেখেছি কীভাবে একটি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়। আমরা দেখেছি কীভাবে মিথ্যা মামলার মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি তারেক রহমানকে খালাস দেওয়া এক বিচারককেও মালয়েশিয়ায় পালিয়ে যেতে হয়েছে। এইভাবেই তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘খায়রুল হকের গ্রেফতারে সাধারণ মানুষ আনন্দিত। কারণ, তার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল। এ সিদ্ধান্তই দেশে অরাজকতা ও বিশৃঙ্খলার পথ খুলে দেয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না। সঞ্চালনায় ছিলেন ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।
এসময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত সমাবেশ শেষে আদালত চত্বর থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিনিধি/একেবি

