রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংসের অভিযোগে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

IMG-20250730-WA0007


বিজ্ঞাপন


বুধবার (৩০ জুলাই) চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ধার্য করে। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন স্কেভেটর ও বুলডোজার দিয়ে পাহাড় কেটে পরিবেশ আইন লঙ্ঘন করে আসছিল। পাহাড় কাটার ফলে এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

বোচাগঞ্জে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ৫০ হাজার টাকা জরিমানা

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৭ অনুযায়ী, কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পার্শ্ববর্তী এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িত মো. কবির গংয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

IMG-20250730-WA0008


বিজ্ঞাপন


এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঢাকা মেইলকে বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশ অধিদফতর নিয়মিত মনিটরিং ও অভিযানে রয়েছে। আইন অমান্যকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

IMG-20250730-WA0006

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর