রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে যৌথবাহিনীর অভিযান, পাচারকালে সরকারি ১০ টন চালসহ ট্রাক আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে পাচারকালে সরকারি ১০ টন চালসহ ট্রাক আটক

পিরোজপুর-বাগেরহাট সড়কের পিরোজপুর শহরের বলেশ্বর সেতুর ওপরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশের যৌথ টহল টিম অবৈধভাবে পাচারকালে একটি ট্রাকসহ ১০ টন সরকারি চাল আটক করে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত দেড়টার দিকে ট্রাকসহ চাল এবং ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ট্রাকচালক বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মো. মিজান শেখ এবং হেলপার একই উপজেলার মো. রমজান হাওলাদার।

এ ব্যাপরে পিরোজপুর সদর থানার এস আই (নি.) মো. মহসিন হাবিব মৃধা বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।

1000137258

ট্রাকচালক মিজান জানায়, পিরোজপুর পুরাতন পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহা গোডাউন হতে এ চাল খুলনায় নিয়ে যাচ্ছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে টিয়ার, কাবিখা, জিআর চাল মজুদ করে সরকারি চালের বস্তা পরিবর্তন করে নূরজাহান ব্রান্ডের ছাপানো বস্তায় ভরে অবৈধভাবে খুলনায় পাঠানো সময় জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ১০ টন সরকারি চাল ভর্তি ট্রাকচালক মিজান ও হেল্পারসহ মোট দু’জনকে আটক করে।

1000137261

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক খুলনায় পাচারকালে দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ট্রাকে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার বাজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর