রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ, আটক ১

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ, আটক ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এনজিওর কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে চাচা ফারুক সরকারের (৫২) কিল-ঘুষিতে ভাতিজা মাইনুদ্দিন সরকার (৪৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে সরকার বাড়ির সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।


বিজ্ঞাপন


নিহত মাইনুদ্দিন সরকার ওই বাড়ির রুহুল আমিন সরকারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিসিয়ান ছিলেন এবং ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ে একটি ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম (টিভি, রেডিও, ঘড়ি) মেরামতের দোকান পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, নিহত মাইনুদ্দিন সরকারের ঋণের বই ব্যবহার করে তার স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে চাচা ফারুক সরকার একটি বেসরকারি এনজিও ‘ব্যুরো বাংলাদেশ’ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন না। এনিয়ে বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে মাইনুদ্দিন চাচা ফারুক সরকারকে কিস্তির টাকা পরিশোধের কথা বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনকে কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, ‘ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগমের সঙ্গে কিস্তির টাকা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। ফারুক আমাদের বই দিয়ে কিস্তির টাকা তুলেছেন। এনজিওর মাঠকর্মী আমাদের কাছ থেকেই টাকা চাইছে। আজ সকালে রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হলে আমার স্বামী টাকা ফেরত চাইলে, ফারুক তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আমার ছয় কন্যাসন্তানকে নিয়ে কীভাবে চলবো? আমি এই হত্যার সঠিক বিচার চাই।’


বিজ্ঞাপন


স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মাইনুদ্দিনকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি পারিবারিক ও আর্থিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্য অভিযান চলছে এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর