রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বান্দরবানে বাইশারীতে ৭ বছরের শিশু অপহরণ

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে বাইশারীতে ৭ বছরের শিশু অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙাঝিরি এলাকায় সশস্ত্র মুখোশধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে অপহরণ করেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুখোশ পরিহিত সশস্ত্র একটি দল রাঙাঝিরি এলাকার একটি বাড়িতে হামলা চালায়। তারা ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং দ্রুত শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


অপহৃত শিশুর নাম বাপ্পি (৭)। সে সৌদি প্রবাসী সাবুল কাদের ও শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান।

অপহৃতের পরিবারের একজন সদস্য জানান, অপহরণকারীরা বাংলা ভাষায় কথা বলছিল এবং তাদের আচরণে মনে হয়েছে তারা সবাই বাঙালি। ঘটনার পরপরই পরিবারটি নাইক্ষ্যংছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অপহরণের এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জোর দাবি জানাই।’

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, ‘শিশু অপহরণের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর