রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশনের একটি ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী।

জানা গেছে, নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তার দুই কন্যা ও এক পুত্র রয়েছে। তিনি কক্সবাজার সদরের লিংকরোড বিসিক শিল্পনগরীতে কাঠের কারখানা ও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। মেজবাহ ওই এলাকার একটি চারতলা ভবনের ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয়রা জানান, মেজবাহ ছিলেন অত্যন্ত ভদ্র ও অমায়িক একজন মানুষ। তাদের ধারণা, তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে ছাদ থেকে ফেলে দিয়েছে। বিষয়টি সঠিকভাবে তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন জরুরি।

মেজবাহর কারখানার ম্যানেজার মোহাম্মদ রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন। নামাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


ম্যানেজার রাকিব আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ জাগে যে, মেজবাহকে হত্যা করে উপর থেকে ফেলে দেওয়া হতে পারে। কারণ, উপর থেকে পড়ে যাওয়ার পর তার শরীরে কোনো নড়াচড়া দেখা যায়নি, একেবারে নিস্তেজ ছিল। এতে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা।

অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর