রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চৌদ্দগ্রামে পতাকা বৈঠকে যুবককে ফেরত আনলো বিজিবি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

চৌদ্দগ্রামে পতাকা বৈঠকে যুবককে ফেরত আনলো বিজিবি

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে ফেরত পাঠানো হয়।

আটক হওয়া যুবকের নাম মো. নাদের মুন্সি। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বৈদ্যেরখীল এলাকার বাসিন্দা এবং মানিক মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


বুধবার (৩০ জুলাই) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার রাধানগর সীমান্ত পিলার ২১০৯/১৪-এস এলাকা দিয়ে তিনজন বাংলাদেশি নাগরিক চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের আটকের চেষ্টা চালায়। দু’জন পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও একজন ধরা পড়ে বিএসএফের হাতে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার পর বেলা ১২টার দিকে সীমান্ত পিলার ২১০৯/১৪-এস সংলগ্ন বৈদ্যেরখীল এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক নাদের মুন্সিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পলাতক দুই ব্যক্তি ও আটক হওয়া যুবকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর