রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের হওয়া মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) রাজশাহী মহানগরের সিনিয়র স্পেশাল জজ আসাদ মোহাম্মদ আসিফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


বিজ্ঞাপন


দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা ঢাকা মেইলকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে এক কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগ-দখলের অভিযোগ রয়েছে। আসামি আবুল কালাম আজাদের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ অ্যাভিনিউয়ের ক্রিস্টাল ক্যাসেল নামের এক ভবনের নিজের ফ্লাটে বসবাস করেন। সম্পদ আত্মগোপনের দায়ে তার নামে মামলা দায়ের করেছিল দুদক।

অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা ঢাকা মেইলকে বলেন, ওই মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর