শরীয়তপুরের জাজিরা উপজেলায় পারিবারিক কলহের জেরে সোনাবান বিবি (৬৫) নামে এক নারীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী করিম মুন্সী (৭০)।
ঘটনার পর বাড়ির পাশে লুকিয়ে থাকলেও মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে করিম মুন্সী ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে স্ত্রী সোনাবান বিবির মাথায় আঘাত করেন। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাড়ির লোকজন বিষয়টি টের পেলে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একইসঙ্গে হত্যাকাণ্ডের পর বাড়ির পাশের একটি গাছের আড়ালে লুকিয়ে থাকা করিম মুন্সীকেও গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, করিম মুন্সী ও সোনাবান বিবির ৫০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ছিল। দুর্ভাগ্যজনকভাবে এক বছর আগে একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং অপরজন ক্যান্সার রোগে মারা যান। পরপর দুই ছেলের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন এই দম্পতি। সম্প্রতি তারা মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’’
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

