রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাসানীকে একজন ‘ফাউন্ডিং ফাদার’ হিসেবে দেখি: নাহিদ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৪:০৩ এএম

শেয়ার করুন:

ভাসানীকে একজন ‘ফাউন্ডিং ফাদার’ হিসেবে দেখি: নাহিদ

মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বাংলাদেশের একজন ‘ফাউন্ডিং ফাদার’ হিসেবে মূল্যায়ন করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার রাতে টাঙ্গাইলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই ভাবনা থেকেই আজ মওলানা ভাসানীকে স্মরণ করছি। জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন ও চিন্তাভাবনায় মওলানা ভাসানীর আদর্শই প্রতিফলিত হয়।


বিজ্ঞাপন


‘আমরা মওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতা এবং দেশের একজন ফাউন্ডিং ফাদার হিসেবে দেখি।’

নাহিদ আরও বলেন, ‘মওলানা ভাসানী যে রাজনীতি করে গেছেন এবং মেহনতি মানুষের জন্য যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই গঠিত হয়েছে।’

‘দায়িত্বশীল রাজনীতির সেই পথ অনুসরণ করেই আমরা মওলানা ভাসানীর আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’

ব্রিফিংয়ের আগে রাত ১১টার দিকে মওলানা ভাসানীর মাজারে গিয়ে মোনাজাত করেন নাহিদ ও দলের অন্যান্য নেতারা।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের নেতা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি একইসঙ্গে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়াই করেছেন।’

‘তিনি ছিলেন বাংলাদেশ রাষ্ট্র এবং এর জনগণের রাজনৈতিক বিকাশের অন্যতম প্রধান স্থপতি।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর