রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুয়ার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে নিজ বাড়িতে আগুন দিল ছেলে

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

জুয়ার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে নিজ বাড়িতে আগুন দিল ছেলে

রাজশাহীর পুঠিয়ায় জুয়া খেলার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রাজবাড়ি টাওয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযুক্তের নাম সোহান আলী (৩০)। তিনি ওই এলাকার ফজলুর রহমানের ছেলে। ফজলুর ওই একই এলাকার বাজারের খুচরা পান-সুপারি বিক্রেতা ও পুঠিয়া বাজার মসজিদের খাদেম।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ফজলুর রহমানের কাছে টাকা চান সোহান। একপর্যায়ে তাকে জন্য চাপ দিতে থাকেন। ফজলুর টাকা দিতে না পারায় বাড়িতে আগুন লাগিয়ে দেন ছেলে সোহান। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

এ বিষয়ে সোহানের বাবা ফজলুর রহমান বলেন, আমার ছেলে মোবাইলে জুয়া খেলে। এর আগে কয়েকবার টাকা দিয়ে তাকে উদ্ধার করেছি। আজকে আবার সকালে টাকা চায়। আমি দিতে পারিনি। শুনেছি কোথাও আবার জুয়া খেলে টাকা ঋণ করে রেখেছে। আমি মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করি। এতো টাকা কেমনে দেব। তাই বাড়িতে আগুন ধরিয়ে দেয়।


বিজ্ঞাপন


সোহানের অন্ধ মা বলেন, আমাকে বাতা দিয়ে মেরে পাশের বাড়িতে রেখে আসে তারপর সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

প্রতিবেশী অঞ্জলি দাস বলেন, সোহান তার মাকে আমার বাসায় রেখে যায় আর বলতে থাকে বাসায় আগুন ধরিয়ে দেব। সব পুড়িয়ে ফেলব। এই কথা বলতে বলতে কিছুক্ষণের ভেতরে দেখি চারদিকে আগুনের ধোঁয়া। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে যায়। এছাড়াও ফজলুর বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এই ধরনের ঘটনা নিয়ে কেউ থানায় আসেনি। আমি বিষয়টি বলতে পারব না। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর