রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে চাঁদাবাজির সময় অবৈধ অস্ত্রসহ কালা মানিক গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে চাঁদাবাজির সময় অবৈধ অস্ত্রসহ কালা মানিক গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইকোনমিক জোন এলাকায় অস্ত্র হাতে চাঁদাবাজির সময় মো. মানিক ওরফে কালা মানিক (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে চকবয়রা এলাকার নুরু ব্যাপারীর ছেলে কালা মানিককে ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজির সময় হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। পরে তাকে গণপিটুনি দিয়ে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিনসহ দু’টি গুলি উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার মানিকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন পাওয়া গেছে।

আরও পড়ুন

রায়পুরায় অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী আটক

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের ইকোনমিক জোন এলাকায় বিএসএল কোম্পানির ইটের খোয়া ও পাথর বোঝাই ট্রাক এলাকায় প্রবেশ করলে কালা মানিক ও তার সহযোগীরা ট্রাকটি আটকে চাঁদা দাবি করে। চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধের হুমকি দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে কালা মানিক পিস্তল বের করে চালককে গুলি করার চেষ্টা করেন। চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে এবং পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের উপপরিদর্শক নাজমুল হক রতন বলেন, আমরা বিকেল ৩টার দিকে তাকে নিজেদের হেফাজতে নিয়েছি৷ অবৈধ অস্ত্র রাখায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর