শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইসসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইসসহ গ্রেফতার ১

কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সীমান্তে ১ কেজি ৩৫৪ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক কারবারি হ্নীলা মৌলভীবাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৩৭)।

বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর এবং খারাংখালী বিওপির বিশেষ টহল দল যৌথ টহল খারাংখালী বিওপির দক্ষিণ পাশে টহল দেওয়ার সময় নাফনদী সাঁতার কেটে এসে এক ব্যক্তি টহল দলকে দেখে কাঁদার মধ্যে লুকিয়ে যায়। তখন বিজিবি টহল দল তাকে কাঁদার মধ্যে দেখতে পেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর তাকে ধাওয়া করে গ্রেফতার করে। এরপর তার কোমরে অভিনব কায়দায় বাঁধা ৫ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৩৫৪ গ্রাম আইসের চালান পাওয়া যায়।

অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে জব্দ করা আইসসহ অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে মামলা করা হয়েছে। এরপর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর