রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই ওঝার চিকিৎসায় সময় নষ্টে সাপে কাটা শিক্ষার্থীর মৃত্যু 

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

দুই ওঝার চিকিৎসায় সময় নষ্টে সাপে কাটা শিক্ষার্থীর মৃত্যু 

সাপে কেটে মৃত্যুবরণ করেছেন মাগুরার এক এইচএসসি পরীক্ষার্থী। দুই ওঝার চিকিৎসা চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে রোববার রাত সাড়ে ১১টার দিকে শাওন শিকদার (১৯) নামের ওই তরুণ মারা যান।

রোববার রাত ৮টার দিকে নিজ বাড়ির পাশে তাকে সাপে কামড়ায়। শাওন শিকদার স্থানীয় বাদশাহ শিকদারের ছোট ছেলে এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।


বিজ্ঞাপন


নিহতের চাচাতো ভাই জহির শিকদার জানান, সাপে কাটা শাওনকে প্রথমে স্থানীয় দুই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তাঁরা ঝাড়ফুঁক ও তাবিজের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। তবে শাওনের অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশীদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়। শুনেছি, তাকে আগে ওঝার কাছে নেওয়া হয়েছিল।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী জানান, মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রাথমিক পর্যায়ে আধুনিক চিকিৎসার পরিবর্তে ওঝার চিকিৎসার ওপর নির্ভর করায় শাওনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর