সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেনাপোলে বাস থেকে ১০ পিস সোনারবার জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

বেনাপোলে বাস থেকে ১০ পিস সোনারবার জব্দ

বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহনের বাসের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস সোনারবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-কোলকাতাগামী গ্রীন লাইন বাসের সিটের নিচ থেকে জব্দ করা হয়।


বিজ্ঞাপন


৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা-কোলকাতাগামী গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্যে আসছে। এই বাসে করে সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। এসময় সোনার কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর