গাজীপুরের কোনাবাড়ী কলেজগেট এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত নুরী বেগম (৪১) কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভেদাইটারী এলাকার আশরাফুল আলমের স্ত্রী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকুরী করতেন নূরী বেগয। রাতে কারখানা থেকে বাসায় ফেরছিলেন তিনি। এক পর্যায়ে কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে নুরী বেগম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় নুরী বেগম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
প্রতিনিধি/ এজে

