কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বা তাবিজ—এসব শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে যেকোনো মানুষ। কালো জাদু বলতে বোঝায় শয়তান বা অতিপ্রাকৃতিক কিছু সত্তার সন্তুষ্টির মাধ্যমে কারও অনিষ্ট করা, বিপদে ফেলা বা নিজের উদ্দেশ্য পূরণে নানা কাজ করা। অঞ্চলভেদে এই চর্চার বিভিন্ন নাম রয়েছে— যেমন ভুডু, তন্ত্র-মন্ত্র, কুফরি কালাম, বাণ মারা ইত্যাদি।
এমনই এক কালো জাদুর রহস্যময় কিছু অদ্ভুত জিনিস পাওয়া গেছে নরসিংদীতে। কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই নরসিংদী শহরের ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে প্রথম শহীদ হন তাহমিদ ভূঁইয়া তামিম (১৫) নামে এক শিক্ষার্থী। পরে তাকে সদর উপজেলার চিনিশপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
বিজ্ঞাপন
তার স্মৃতি ধরে রাখতে কবর বাঁধানোর কাজ শুরু করে সরকার। আজ রবিবার (২৭ জুলাই) কবর বাঁধানোর জন্য শ্রমিকরা চিনিশপুর কবরস্থানে কাজ করতে যায়। সেখানে তাহমিদের কবরের চারপাশে ইটের গাঁথুনি দেওয়ার জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে থাকে।
মাটি খোঁড়ার সময় তাহমিদের কবরের পায়ের পাশে শ্রমিকদের কুদালে কিছু একটা ঠেকে। কৌতূহলবশত তারা সেটি বের করে দেখতে পায় পলিথিন জাতীয় কিছু দিয়ে মোড়ানো একটি বস্তু। পরে সেটি খুলে দেখতে পায় এর ভেতরে রয়েছে একটি পুতুল, পিন (সুই সদৃশ) এবং একটি কাগজে কিছু লেখা ও ছবি আঁকা।
ওই কাগজে বাংলা ও একটি অজানা ভাষায় কিছু লেখা রয়েছে। চিরকুটে বাংলায় লেখা, ‘তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ তাহার এর ছেলে উজ্জল এই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক তানজিনা উজ্জলকে শত্রু মনে করুক, তানজিনা উজ্জল এর মধ্যে তালাক হয়ে যাক।’
বিষয়টি আস্তে আস্তে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মাঝে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তে ছবি ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।
বিজ্ঞাপন
এদিকে ওই দিন প্রচন্ড বৃষ্টির কারণে মাটি খোড়া বন্ধ করে চলে যায় শ্রমিকরা।
এদিকে বৃষ্টি না থাকায় আজ সোমবার সকাল থেকে কবর বাধাইয়ের কাজ আবার শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া।
কালা যাদু সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কবিরাজ জানান, সাধারণত কুফরি কালাম,কালা যাদু এসবের জন্য পুতুল,মানুষের হাড়, চুল ইত্যাদির প্রয়োজন হয়৷ এবং ঐসকল বিষয়ে তদবির লেখার পর কবরে রাখতে,মাছ বা পাখির ডানায় বেঁধে দিতে বলি। এটা এমন কিছুই হয়েছে।
স্থানীয় বাসিন্দা আকরাম নামে একজন জানায়, এঘটনা আমরা স্বাভাবিক ভাবে নিতে পারিনি।
বিষয়টি জানার জন্য তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাহমিদ এবং তার পাশাপাশি আরও একটি কবরের মাঝামাঝি জায়গা থেকে অদ্ভুত এ বস্তুগুলো পাওয়া গেছে। তবে করা হচ্ছে, সংসারে বিবেদ বা বিবাহ বিচ্ছেদের জন্য সাধারণ এ ধরণে কাজ কবিরাজগণ করে থাকে। ঠিক এমন কিছুই এখানে হয়েছে। তবে এটা কেবল তাহমিদের কবরকে কেন্দ্র করে করা হয়েছে এমনটা বলা যায় না।
কবর বাধায় বিষয়ে তিনি জানান, বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকলেও আজ থেকে কাজ আবার শুরু হয়েছে।
প্রতিনিধি/ এজে

