রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চার যমজের ১৫ বছরে পা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১২:১১ পিএম

শেয়ার করুন:

চার যমজের ১৫ বছরে পা

১৫ বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় বাহরাইন প্রবাসী আরিফুর রহমান ও সেলিনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় চার শিশু। এ বছর সেই চার শিশু ১৫ বছরে পা দিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ছিল তাদের ১৪তম জন্মদিন। ঘরোয়াভাবে পালন করা হয়েছে দিনটি।


বিজ্ঞাপন


২০১০ সালের ২৫ জুলাই সেলিনা আরিফের কোলজুড়ে জন্ম নেয় ৪ ছেলে শিশু। এটি ছিল তখন বিরল ঘটনা। তাদের নিয়ে এখনও অনেকের মনে কৌতূহল রয়েছে। মা চার সন্তানের নাম রাখেন— আবু বকর ফারদিন, ওমর ফারুক আদিয়াত, ওসমান গণি আরিয়ান, আলী আরেফীন।

মা সেলিনা আরিফ জানান, এখন চারজনই বক্সনগর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। আবুবকর ফারদিন নবম শ্রেণিতে, ওমর ফারুক আদিয়াত ৬ষ্ঠ এবং ওসমান গনি আরিয়ান ও আলী আরেফীন শায়ান ৭ম শ্রেণিতে পড়াশুনা করে। ফারদিন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকায় স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে। এছাড়া আদিয়াত বেশি সময় অসুস্থ থাকায় এবং আরিয়ান ও শায়ান চঞ্চল হওয়ায় পড়াশুনায় পিছিয়ে পড়েছে।

বাবা আরিফুর রহমান মুঠোফোনে জানান, আমি প্রবাসে থাকি। সব সময় চিন্তায় থাকি ওরা কি করছে। যত বড় হচ্ছে চিন্তা বাড়ছে। তবে সবার দোয়ায় ওরা ভালো আছে।

সেলিনা আরিফ সন্তানসম্ভবা হওয়ার দেড় দুই মাসের মধ্যে বুঝতে পারেন অস্বাভাবিক কিছু ঘটছে যাচ্ছে। ছয় মাস পার হলে আল্ট্রাসনোগ্রাফি করে জানতে পারেন, তার গর্ভে চারটি সন্তান রয়েছে। সেলিনা এমন সংবাদে খুশিতে আত্মহারা হলেও পুরো পরিবার চিন্তিত হয়ে পরে অনাগত সন্তানদের সফল প্রসব নিয়ে। চিকিৎসকের পরামর্শে প্রসবের চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য তিনি চলে যান ঢাকায়। বড় ভাই ডা. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন বানুর নিবিড় পর্যবেক্ষণে ২০১০ সালের ২৫ জুলাই সফল অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে চার শিশু। বাবার ইচ্ছা অনুযায়ী ইসলামের চার খলিফার নামের সঙ্গে মিল রেখে তাদের নাম রাখা হয় আবু বকর ফারদিন, ওমর ফারুক আদিয়াত, ওসমান গনি আরিয়ান ও আলী আরেফীন শায়ান। সে সময় অনেকের মনে শঙ্কা দেখা দেয়, চার সন্তানের তাদের লালন পালন নিয়ে। যেখানে এক সন্তান লালনপালনে পুরো পরিবারকে হিমশিম খেতে হয়, সেখানে চার সন্তান একসঙ্গে লালনপালন কষ্টসাধ্য বটে। তবে সেলিনা আরিফের বাবার বাড়ি যৌথ পরিবার জন্য চার সন্তানকে বড় করতে খুব একটা ধকল পোহাতে হয়নি। সন্তানদের জন্মের পর থেকে প্রায় ৭ বছর পর্যন্ত সন্তানদের নিয়ে বাবা বাড়ি নতুন বান্দুরাই ছিলেন সেলিনা আরিফ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর