নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ছাত্র আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মেয়র মানিক আত্ম গোপনে ছিল।
সাবেক এ মেয়রের বিরুদ্ধে কাউন্সিলর মো. জাকারিয়াকে হত্যা চেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা সহ তিনটি মামলা আছে বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি মুহাম্মদ নজরুল ইসলাম।
দ
গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, গ্রেফতারের পর মানিককে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। সেকজান থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মাধবদী থানার ওসি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার দুটি হত্যা এবং আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে।
প্রতিনিধি/ এজে

