মাগুরা শহরের জামরুলতলা এলাকায় কলা ব্যবসায়ী ভজন কুমার গুহকে গলা কেটে করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২৭ জুলাই) বিকেল ৪টায় শহরের জামরুলতলা পূজা মণ্ডপের সামনে মানববন্ধনে নিহত ভজন গুহর পরিবারের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় নৃশংস এ হত্যার বিচারের দাবিতে পরিবারের সদস্যরা আসামির দ্রুত বিচার শেষে অবিলম্বে ফাঁসির দাবি করেন।
বিজ্ঞাপন
এসময় আরও বক্তব্য দেন- প্রশান্ত কুমার বসু, লিটন ঘোষ জয়, সাধন কুমার গুহ, স্বপনা দে,রানু খাতুন, রিপন ঘোষ,দিপা শিকদার, খয়ের মোল্লাসহ অন্যরা।

বক্তারা বলেন, অত্যন্ত নিরীহ ও নির্ঝঞ্ঝাট মানুষ ভজন গুহকে হত্যা কোনো সাধারণ ঘটনা নয়। হত্যাকারী শুধু হত্যা করেই ক্ষান্ত হননি গ্রেফতার হওয়ার পর সাংবাদিকদের উপরেও চড়াও হয়ে হুমকি ধমকি দিয়ে গেছে। এ থেকে বোঝা যায় তার পেছনে কোনো গভীর ও শক্তিশালী চক্রান্তকারী গোষ্ঠী রয়েছে। বক্তারা উপযুক্ত তদন্তের মাধ্যমে ওই গোষ্ঠীর মূল উৎপাটনের দাবি জানান।
উল্লেখ্য, শনিবার রাত ১১টার দিকে শহর থেকে পার্শ্ববর্তী আনসার কলোনির ভেতরে বাসায় যাওয়ার পথে ভজন গুহকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় তার লাশ সাতদোহা মহাশ্মশানে দাহ করা হয়। এ ঘটনায় শনিবার রাতেই একটি রক্তমাখা ছুরিসহ মো. আবির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে বিপ্লব গুহ বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রতিনিধি/এসএস

