বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ্যা ইউনিয়নে ভুয়া ত্রাণের লোভ দেখিয়ে নিরীহ গ্রামবাসীর কাছ থেকে বিকাশে প্রায় ৩৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। স্থানীয় এক নেতার মাধ্যমে প্রতারিত হয়েছেন অন্তত ৩০ জন জুমচাষি ও এক পোলট্রি ব্যবসায়ী।
স্থানীয় বিএনপি নেতা আবু মার্মা গ্রামবাসীকে জানান, কৃষি মন্ত্রণালয় থেকে চাল, তেল ও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী দেওয়া হবে। তবে তালিকাভুক্ত হতে জনপ্রতি ৬৫০ টাকা দিতে হবে। সরল বিশ্বাসে বাগানপাড়া ও পুনর্বাসন পাড়ার ৩০ জন এই দু’টি ০১৭৫৪০২৯৪৩০,০১৩৪০৫৮৩৭৫৭ নম্বরে ১৯,৫০০ টাকা জমা দেন।
বিজ্ঞাপন
আবু মার্মার ভাষ্যমতে, তিনি গালেঙ্গ্যা ইউনিয়নের এক মেম্বার ও দলের আরেক নেতার দেওয়া নম্বরে যোগাযোগ করেন, যেখান থেকে নিজেকে জেলা পরিষদের কর্মকর্তা পরিচয় দিয়ে আরও একটি নম্বরে বিকাশ করতে বলা হয়। সেখানেই দুই ধাপে মোট ২৩,৭০০ টাকা পাঠানো হয়। ত্রাণ নিতে আসার পর প্রতারকদের এই (০১৭৫৪০২৯৪৩০, ০১৩৪০৫৮৩৭৫৭) দু’টি নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
একই কৌশলে সদর ইউনিয়নের যুবদল নেতা ও পোলট্রি ব্যবসায়ী রতন কর্মকারও ১০,২০০ টাকা প্রতারকের কাছে পাঠিয়ে প্রতারণার শিকার হন। তিনিও থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিষয়টি জানাজানি হলে যুবদল ও বিএনপির স্থানীয় নেতারা একে অপরকে দায়ী করেন। কেউ কেউ নম্বর শেয়ার করার কথা স্বীকার করলেও টাকা উত্তোলনের নির্দেশনার অভিযোগ অস্বীকার করেন।
স্থানীয় অনাথালয়ের পরিচালক বৌদ্ধ সন্ন্যাসী উ. নাইন্দিয়া ভিক্ষু বলেন, “সরল মানুষদের সঙ্গে এ ধরনের প্রতারণা অন্যায়। উত্তোলিত অর্থ দ্রুত ফেরত দেওয়া উচিত।” এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিরীহ গ্রামবাসী এর বিচার ও ক্ষতিপূরণ চাচ্ছেন।
বিজ্ঞাপন
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ভুক্তভোগী একজন থানায় এসে অভিযোগ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
প্রতিনিধি/ এমইউ

