সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় মাগুরায় ভোক্তা অধিকারের অধিদফতরের অভিযানে গাংনালিয়া বাজারে মাবিয়া ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা সদর উপজেলার গাংনালিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
এসময় কীটনাশক ডিলার, মুদি দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
মাগুরা ভোক্তা অধিকার অধিদফতর সূত্রে জানা যায়, মেসার্স মাবিয়া টেন্ডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে টিএসপি সার ডিলার প্রতিষ্ঠানের তদারকি কালে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ১ হাজার ৩৫০ টাকার টিএসপি সার ১ হাজার ৬৫০ টাকা ও ১ হাজার ৫০ টাকা দামে ডিএপি সার ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এছাড়া অধিক দামে সার বিক্রয় করলেও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করছেন না। এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য-তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এই অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- কৃষি বিপণ কর্মকর্তা রবিউল ইসলামসহ জেলা পুলিশ সদস্যরা।
প্রতিনিধি/এসএস

