গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজের ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৬ জুলাই) দুপুর ও সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মৃত উদ্ধার ব্যক্তিরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮) ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো, শিমুল হোসেন। এখনও নিখোঁজ রয়েছেন সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।
![]()
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান ৫ বন্ধু। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে তাদের বহনকারী নৌকা তীব্র বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এসময় দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও শিমুল পানিতে তলিয়ে যায়।
পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত গভীর হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার ফের উদ্ধার তৎপরতা শুরু হলে দুপুরে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। এসময় নিহতের স্বজন ও স্থানীয়রা বিলের তীরে ভিড় করেন। এরপর সন্ধ্যায় ডুবুরিরা নিখোঁজ শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করে।
![]()
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার বিকেলে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজ স্কুলছাত্রের মধ্যে রফিকুল ইসলাম ও শিমুল হোসেন নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
প্রতিনিধি/এসএস

