ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভূল্লীর মুন্সিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী সাজ্জাদ হোসেন প্রাণ হারান।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার।
নিহত সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার থানাপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে।
আহত অটোভ্যান চালক মো. আবু সাঈদকে (২৮) স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
ওসি মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোদা হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

